পাচদিনের রিমান্ডে ৪ আইএস জঙ্গি

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

is db

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশের সমন্বয়ক ও তার তিন সহযোগীকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে রিমান্ডর শুনানি শেষে বিচাক এ আদেশ দেন।

এদিন তদন্তকারী কর্মকর্তা আসামিদের ওই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

উলেখ্য, রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর খানবাড়ী চৌরাস্তা এলাকা থেকে বৈঠকরত অবস্থায় আইএসআইএসের ৪ সদস্যকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- মো. সাখাওয়াতুল কবির ওরফে কবির, মো. আনোয়ার হোসেন ওরফে বাতেন, মো. রবিউল ইসলাম এবং মো. নজরুল ইসলাম।

এসময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ জিহাদী লিফলেট, জঙ্গি প্রশিক্ষণ ভিডিও, তিনটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন, দু’টি সিপিইউ, একটি কি-বোর্ড, তিনটি ল্যাপটপ চার্জার, পাঁচটি র‌্যাম, ছয়টি মডেম, তিনটি সিডি রোম, আটটি সফটওয়্যার ডিস্ক, তিনটি পেনড্রাইভ, একটি পাসপোর্ট (নং-ই-০৭৭০১৬২), একটি কার্ড রিডার, পাঁচটি মেমোরি কার্ড, দু’টি হার্ডডিস্ক জব্দ করে ডিবি পুলিশ। পরে জব্দকৃত এসব ডিভাইস ঘেঁটে আইএসআইএস’র বাংলাদেশের গোপন কিছু বৈঠকের ভিডিও পেয়েছেন গোয়েন্দারা।

প্রতিক্ষণ/এডি/বেলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G