পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিহত ৭
আর্ন্তজাতিক ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত হয়েছে আরো ৭ জন। মৃতদের মধ্যে এসপিসহ পুলিশকর্মীরা রয়েছেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সাইদ এলাহি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আজ রোববার ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শাদি খান গ্রামে খানজাদার রাজনৈতিক কার্যালয়ে এই হামলা চালানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার লাশ হাসপাতালে নেয়া হয়েছে। হামলার পর ধংসাস্তুপের নিচে মন্ত্রীসহ বেশ কয়েজন চাপা পড়েছিলেন। ভয়াবহ এই বোমা হামলায় তার পুরো অফিসই ধংস হয়ে গেছে।
সকালে সুজা খানজাদা যখন তার অফিসে ছিলেন তখনই এই হামলা হয় বলে জানিয়েছেন মন্ত্রীর ছেলে শোহরাব। এদিকে পাঞ্জাবের এই হামলা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রয়েছেন মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রীরা। রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এল সি গোয়েল।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই ঘটনার পর তিনি পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।এখনও সেখানে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে।
তবে কে বা কারা এই হামলা করেছে তা এখনো স্পষ্ট করে জানা না গেলেও প্রতক্ষ্যদর্শীরা বলেছেন, একজন আত্মঘাতী ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটান। এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।
২০১৪ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া সুজা খানজাদা দক্ষতার সঙ্গে সন্ত্রাসবাদ দমনে কাজ করছিলেন।
প্রতিক্ষন/এডি/তাফসির