পাঞ্জাবে বিমানঘাঁটিতে হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার এ ঘটনায় ২ সেনা এবং ৪ সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার ভোরে বিমানঘাঁটিতে এ হামলা শুরু হয়ে চলে সকাল পর্যন্ত। ঘটনার পর পাঠানকোট-জম্মু মহাসড়কে হাই এলার্ট জারি করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, বিমানঘাঁটির পাশের কোনো ভবন থেকে সেনাবাহিনীর পোশাকে হঠাৎ করেই হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং তাদের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়। আনুমানিক চার থেকে পাঁচজন সন্ত্রাসী এই হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানঘাঁটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। সেনাবাহিনীকেও ডেকে পাঠানো হয়েছে।
অমৃতসর বর্ডার রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কুনওয়ার বিজয় প্রতাপ সিং টিওআইকে বলেন, হামলা দমনে অভিযানের সময় পুলিশের গুলিতে সন্ত্রাসীরা নিহত হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি