পাটুরিয়া ঘাটে তীব্র যানজট

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৫ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

paturia ghatযানবাহনের অতিরিক্ত চাপে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ঘাট থেকে উথলী সংযোগ মোড় এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ লাইনে যানবাহন চলছে খুবই ধীরগতিতে। যানজট এড়াতে কিছু পরিবহন যাত্রীদের মাঝ পথে নামিয়ে দেয়ায়, ঘরমুখো মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ৩-৪ কিলোমিটার পথ পায়ে হেটে যাত্রীদের লঞ্চ ও ফেরি ঘাটে পৌঁছতে দেখা গেছে।

পাটুরিয়া আরসিএল মোড়ে দায়িত্বরত ট্টাফিক পুলিশ পরিদর্শক আবুল হোসেন জানান, বৃহস্পতিবার সারা রাতই যানবাহনের চাপ ছিলো। ভোরের দিকে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায় ফেরির লোড আনলোডে বিলম্ব হয়। একারনে কিছু যানবাহন আটকা পড়ে। অনেক যানবাহন রাস্তা থেকেই যাত্রী নামিয়ে উল্টো পথে চলার কারনেও সমস্যা হচ্ছে। তবে বর্তমানে যানবাহন গুলো সারিবদ্ধ ভাবে চলাচলের কারনে যানজট হচ্ছে না। তবে অতিরিক্ত গড়ির চাপ থাকায় খুবই ধীর গতি রয়েছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম শেখ মো:মাসুদ জানান, বর্তমানে ছোট বড় ১৭ টি ফেরি চলাচল করছে। পারাপারে কোন সমস্যা নেই। তবে গাড়ির প্রচন্ড চাপ রয়েছে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G