পাত্র ১০৩, পাত্রী ৯১!

প্রকাশঃ জুন ১৮, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

British-couple-103and91১৩ জুন ২০১৫। ইতিহাসে জায়গা করে নিলেন এক নবদম্পতি। বিশ্বের সব থেকে বয়স্ক নবদম্পতি হিসাবে নজির গড়লেন তারা।

ইংল্যান্ডের ইস্টবোর্নের জর্জ কিরবে এবং ডরেন লুকির কাছে দিনটি বিশেষ স্মরণীয়। কারণ ২৭ বছরে প্রেমের পর এ দিনই চার হাত এক হল। আর সেই সঙ্গে

ইস্টবোর্নের সমুদ্রের পাড়ে এক হোটেলে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বসেছিল এই বিয়ের আসর। সাত ছেলেমেয়ে, ১৫ জন নাতি, নাতনি এবং সাত জন প্রপৌত্র, প্রপৌত্রীর উপস্থিতিতে জমে উঠেছিল এই বয়স্ক দম্পতির বিবাহ বাসর।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে কিরবির বয়স যখন ৭৬, তখন তার সাথে আলাপ হয় ডোরিনের। তখন সবে মাত্রই পূর্বের স্ত্রী-র সঙ্গে ডিভোর্স হয়েছে কিরবির। ডোরিনও ৩ বছর আগে বিধবা হয়েছেন। ফলে ভালোই প্রেম জমেছিল সঙ্গীবিহীন দুই মানুষের।

সাদা পোশাকে নীল ফুলেল মায়া ছড়িয়ে বিয়ে করতে এসেছিলেন ডরেন। আর প্রাক্তন বক্সার জর্জের পরণে ছিল স্মার্ট স্যুট-টাই। দিন কয়েক আগে পড়ে যাওয়ায় হুইল চেয়ারে করেই বিয়ের আসরে হাজির ছিলেন ১০৩ বছরের বর। নবদম্পতি জানিয়েছেন, সারা জীবনে তাদের কোনও আক্ষেপ নেই। তাই এই ‘লেট ম্যারেজ’ বেশ উপভোগই করলেন তারা। সূত্র: আনন্দ বাজার।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G