পাথরের নিচে শহর

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৫ সময়ঃ ৯:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Setenil de las Bodegas - a city under a rockঅবিশ্বাস্য হলেও সত্যি, স্পেনে পাথরের নিচে গড়ে উঠেছে একটি শহর। সেতেলিন ডে লাস বোগাস নামের এ শহরটিতে বর্তমানে বাস করছে প্রায় তিন হাজার মানুষ।

পাথরের নিচে প্রাকৃতিকভাবে তৈরী হওয়া কোন গুহায় নয়, মাথার উপর পাথরকে কেন্দ্র করেই তারা গড়ে তুলেছেন সব ঘরবাড়ি ।

আধুনিক সব রেস্তোরার পাশাপাশি শহরটিতে রয়েছে বার।

উপরে পাথর থাকার কারণে উচু বাড়ি ঘর তুলতে না পারলেও পাথরটি ভাঙ্গতে নারাজ সেতেলিন ডে লাস বোগাস শহরের বাসিন্দারা।

বরং পাথরটি রেখে অভিনব বিভিন্ন সব কৌশল গ্রহণ করছে তারা। অদ্ভুদ হওয়ার কারণেই প্রত্যেক বছর পর্যটকরা ভ্রমণ করে থাকে এই শহর। পাথরের নিচে মানুষের বসবাসের বৈচিত্র্য সব ঘটনা দেখে বিস্মিত হয় তারা।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস .

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G