পাদুকা বিড়ম্বনা
দাওয়াত পেয়েছেন সব ধরণের প্রস্তুতি ও নিয়ে নিয়েছেন। জামা-জুতো পরে বন্ধুবান্ধব, ছেলেমেয়ে নিয়ে বেরিয়ে পড়ার জন্য মন যেন আনচান করছে। ইতিমধ্যেই অনেক প্ল্যান বানিয়ে ফেলেছেন।
তবে এর মধ্যেই মাথায় রাখতে হচ্ছে, কোন ড্রেস পরবেন, সঙ্গে তো আবার মানাইসই জুতোও মাস্ট। তবে এই ঘোরাফেরার মাঝে নতুন জুতোই যদি আপনার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়়ায়?। কী ভাবে সামলাবেন সেই ঝামেলা? রইল এ ধরনের ঝামেলা এড়ানোর সহজ কতগুলো উপায়।
নতুন জুতো অনেক সময় বেশ স্লিপারি হয়। একটা স্যান্ডপেপার দিয়ে
জুতোর নীচে ঘষে নিন। এতে পা পিছলে পড়ার হাত থেকে রেহাই পাবেন।
নতুন জুতোর লাইনিং সাধারণত খুলে আসে না। তবে একান্তই যদি তা হয় তবে কাজে লাগান
আপনার পুরনো জিনস বা ডেনিমের শার্ট। এক টুকরো ডেনিমের অংশ কেটে তা দিয়ে জুতোর লাইনিং সারিয়ে নিন।
নতুন জুতো কি পায়ে এঁটে বসছে? ব্লো-ড্রায়ার দিয়ে আপনার সমস্যার সমাধান হতে পারে।
কী ভাবে? প্রথমে মোজা পরে নতুন জুতো পায়ে গলিয়ে নিন। এর পর জুতোর ওপর
ব্লো-ড্রায়ার চালিয়ে দিন। কিছু ক্ষণ পরেই দেখবেন, জুতোর আঁটো ভাব কেটে গিয়েছে।
নতুন জুতোর পরে অনেক ঘোরাঘুরি হয়েছে? অল্পেতেই জুতোর সোলের দফারফা? এর থেকে বাঁচতে
জুতোর তলায় লিপবাম লাগান। তবে বাড়ি ফিরে এসে জুতো জোড়া ভাল করে ধুয়ে ফেলতে ভুলবেন না যেন!
বৃষ্টি যেন না হয়, এমনটা তো সকলেই প্রার্থনা। কিন্তু আকাশের মুখভার হলে?
আচমকা এক পশলা বৃষ্টির হাত থেকে রেহাই পেতে নতুন জুতোয় নীচে মোম ঘষে নিন।
অনেক ক্ষণ হাঁটার পর আপনার পায়ের থেকে দুর্গন্ধ বেরতে পারে অথবা ঘামও হতে পারে।
এর হাত থেকে বাঁচতে কোনও নামী ব্র্যান্ডের ফুট স্প্রে ব্যবহার করুন।
প্রতিক্ষণ/এ.ডি/তাজিন