পানির নিচ থেকে জেগে উঠা মন্দির

প্রকাশঃ জুন ১৮, ২০১৬ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2016_06_18_11_39_48_FK7Zwr9rrS5Ssy5VjYaEByvF3rQZst_original

১৫০ বছরের পুরানো মন্দির জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে আবার জোয়ারের পানি কমে আসলে তা জেগে উঠছে। এমন উদ্ভুদ দৃশ্যের কথা শুনে যে কারোরই মনে সন্দেহ আসতে পারে, এটিও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, এটা কোন সিনেমাতে নয় বাস্তবেই সম্ভব। এমন একটি মন্দির আছে পার্শ্ববর্তী দেশ ভারতেই।

শিব মন্দিরটির বয়স প্রায় ১৫০ বছর।আরব সাগর আর ক্যাম্বি উপসাগরের মাঝামাঝি অবস্থিত এই মন্দিরটি।

তবে এই ভাসা-ডোবাতে নিশ্চয় আশ্চর্যের কিছু নেই। মূলত এটা ঘটে জোয়ারের প্রভাবে। কিন্তু হিন্দু ধর্মালম্বীদের কাছে এই অপূর্ব দৃশ্যই বেশ ‘বিশিষ্ট’।

জোয়ারের সময়ে সম্পূর্ণ সমুদ্রের জলের তলায় চলে যায় এই মন্দির। ভাটার সময়ে যখন জলস্তর নামতে শুরু করে, তখন একটু একটু করে জল থেকে মন্দিরটি জেগে ওঠে। সমুদ্রের জলে মন্দিরের সম্পূর্ণ ডুবে যাওয়া এবং তারপর আস্তে আস্তে তার আবার জেগে ওঠা এক অদ্ভুত অভিজ্ঞতা। দূর দূরান্ত থেকে পর্যটক ও ভক্তরা এই দৃশ্য দেখার জন্য উপস্থিত হন মন্দিরে।

সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে শুরু‌ হয় অপেক্ষা। জোয়ারের সময় যত এগিয়ে আসে ততই ফাঁকা হয়ে আসতে থাকে মন্দির চত্বর। আস্তে আস্তে চোখের সামনে ডুবে যেতে থাকে সেই মন্দির। জোয়ারের জল বাড়তে বাড়তে গ্রাস করে পুরো মন্দিরটাকেই।

তখন সেদিকে তাকালে মন্দিরের অস্তিত্ব পর্যন্ত চোখে পড়ে না। তারপর আবার সরে যেতে থাকে জোয়ারের জল। আস্তে আস্তে গোটা মন্দিরটাই জেগে ওঠে পানির নিচ থেকে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G