পানি দিয়ে চার্জ হবে ফোন!
প্রতিক্ষণ ডেস্ক
বিদ্যুৎ না থাকলেও স্মার্টফোনের চার্জের আর কোনো সমস্যা হবে না। কারণ এখন বিদ্যুৎ ছাড়াই পানিতে চার্জ হবে স্মার্টফোন! এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছে জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেয়া হয়েছে পাওয়ার কার্ড।
ডিভাইসটির উদ্ভাবনকারীরা জানিয়েছেন, এটি লবণাক্ত পানি দ্বারা পূর্ণ থাকে। এই পানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। ফোনে চার্জ দেয়ার জন্য ডিভাইসটিতে স্ট্যান্ডার্ড ক্যাবল রয়েছে। ফলে পাওয়ার ব্যাংকের মতো খুব সহজেই ফোনে চার্জ দেওয়া যাবে। ডিভাইসটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতোই।
এই পাওয়ার কার্ড ১৮০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার ব্যাটারির সমমানের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ফলে একটি আইফোন ৬ এস সম্পূর্ণভাবে চার্জ দেওয়া যাবে। এছাড়াও ট্যাবলেট এবং কম্পিউটারের মতো ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে।
যদিও এখন পর্যন্ত এই পাওয়ার কার্ডটি বাজারে আসেনি। তবে সংস্থার তরফ থেকে আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে এটি বাজারে পাওয়া যাবে। পাওয়ার কার্ডটি বাজারে ছাড়া হবে ১.৫ ডলারে।
প্রতিক্ষণ/এডি/এফটি