পানির তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট! (ভিডিও)
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বুলেট প্রতিরোধে সক্ষম এক প্রকার তরল পদার্থ তৈরির দাবি করেছেন পোল্যান্ডের মোরাটেক্স কোম্পানির একদল বিজ্ঞানী।
‘শিয়ার-থিকেনিং ফ্লুইড বা এসটিএফ নামের এ তরল পদার্থে আঘাত করলে চোখের পলকেই তা শক্ত হয়ে যায় ।
সাধারণত পানি বা অন্য যে কোনো তরল পদার্থে আঘাত করলে তা চারদিকে ছড়িয়ে পড়লেও এসটিএফ’এর বেলায় তা কখনোই ঘটে না । ফলে এ তরল পদার্থের প্যাড দিয়ে বুলেটপ্রুফ পোশাক বানানো যাবে।
পরীক্ষায় দেখা গেছে, প্রতি সেকেন্ডে সাড়ে চারশ’ মিটার বেগে ছুটে আসা গুলি ঠেকাতে পারবে এসটিএফ প্যাড দিয়ে তৈরি পোশাক।
এসটিএফ পোশাকে গুলি কেবল মাত্র এক সেন্টিমিটার ভেতরে ঢুকতে পারবে। ফলে বুলেটের ধাক্কায় মারা যাওয়ার আশংকা আর থাকছে না বলে দাবি করেছেন গবেষক দলটি। এ ছাড়া, গবেষণায় দেখা গেছে অনেক ধরণের গোলা এবং গুলিকে ঠেকিয়ে দেয় এসটিএফ পোশাক।
অবশ্য, শুধু বুলেট প্রুফ পোশাক নয়, এসটিএফ দিয়ে গাড়ির বাম্পার, রাস্তায় ব্যবহৃত দুর্ঘটনা প্রতিরোধী ব্যারিকেড বা পেশাদার ক্রীড়ায় ব্যবহৃত পোশাকও বানানো সম্ভব। অর্থাৎ ধাক্কা প্রতিরোধের যে কোনো কাজে লাগান যাবে এসটিএফকে।
প্রতিক্ষণ/এডি/পাভেল