পানি দিয়ে শিল্পকর্ম (ভিডিওসহ)

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

water picছবি আঁকতে এখন আর কেবল রং তুলি আর কাগজই ব্যবহার হয় না। চাইলে কাগজ ছাড়া পানি দিয়েও আঁকা যায় রঙ বেরং এর ছবি।

কানাডার শিল্পী সার্জ বেলো প্রথম এই পানির শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিলেন সবাইকে। কানাডার এই শিল্পী তার ভিন্নধর্মী শিল্পকর্মের জন্য বিখ্যাত। দূরদৃষ্টি, অধ্যবসায়, একাগ্রতা, দক্ষতা এবং সৃজনশীলতা দিয়ে তিনি একের পর এক শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে।

এবারও ব্যতিক্রম নয়। টানা ৬২ ঘণ্টা কাজ করে তিনি এবার তৈরি করেছেন পানি চিত্র। এতে আবার একশ’ জন স্বেচ্ছাসেবী তাকে সাহায্য করেছেন।

ব্যবহৃত হয়েছে পনেরো হাজার লিটার পানি, প্রায় সাত কাপ রঙ এবং ৬৬ হাজার কাপ।

আর এই শিল্পকর্মটির ছবি তুলতে ফটোগ্রাফারকে লিফটিং যন্ত্র দিয়ে তোলা হয় দোতালা সমান উঁচুতে। সবশেষে যখন ছবি তোলা হয় সার্জের শিল্পকর্মের তখন আর কি, আবারও অবাক হয়ে যান সবাই তার কাজ দেখে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G