পানি প্রতিরোধক আইফোন ৬সি
প্রতিক্ষণ ডেস্ক
অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ৬সি বাজারে আসার আগেই এ নিয়ে বিভিন্ন উড়ো খবর পাওয়া যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ব্লগগুলোতে লেখালেখিও হচ্ছে অনেক।বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে বলা হচ্ছে ফোনটি হবে ওয়াটার প্রুফ(পানি প্রতিরোধক)।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছেন,আইফোন ৬সি-এ থাকবে চার ইঞ্চি স্ক্রিন এবং ফোনটি হবে পানিরোধী।
প্রযুক্তিবিষয়ক চীনা ওয়েবসাইট মাইড্রাইভার্স জানিয়েছে, আইফোন ৬সি মডেলটি দেখতে হবে অনেকটাই আইফোন ৫সি-এর মতো। চার ইঞ্চি স্ক্রিনের হ্যান্ডসেটটিতে থাকবে এ৯ প্রসেসর, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
আইফোন ৬সি তে থাকবে টাচআইডি সেন্সর এবং ১৬৪২ এমএএইচ-এর ব্যাটারি। তবে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে অসন্তুষ্ট প্রযুক্তিপ্রেমীরা। অ্যাপলকে ১৬ জিবি মেমোরি থেকে বেরিয়ে আরো বড় আকারে মেমোরিতে অভ্যস্ত হওয়ার অনুরোধ জানিয়েছে তারা।
প্রযুক্তিবিষয়ক আরেকটি ওয়েবসাইট ডিজি টাইমস জানিয়েছে, পরবর্তী আইফোনটি হবে পানিরোধী। তবে এসব খবরের কোনো কিছুই নিশ্চিত করা হয়নি আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে।
ম্যাশেবলের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আইফোন ৬সি-এর পুরোটাই মেটাল বডি হবে। থাকবে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
৯টু ৫ ম্যাকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের মধ্যেই আইফোন ৬সি-এর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে অ্যাপলের পক্ষ থেকে। সেই সঙ্গে আসতে পারে অ্যাপল ওয়াচ ২-এরও ঘোষণা।