পাপিয়ার জামিন নামঞ্জুর

প্রকাশঃ জুন ২২, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

papiyaনাশকতার ৯ মামলায় জামিন পাননি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার পাপিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

তার আইনজীবী এ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এর আগে ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নয় মামলায় তিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপিয়া।

শুনানি শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চলতি বছর হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G