হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর নাসিম (২০) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে পাবনার স্পেশাল জজ আবুল হোসেন পাটোয়ারী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরদী উপজেলার রহিমপুর লোকোশেড এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুজন, একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রিংকু ও আবুল কাশেম ওরফে কাশীরামের ছেলে মাসুম।
মামলা সুত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ ডিসেম্বর দণ্ডপ্রাপ্তরা পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকার আবুল কাশেমের ছেলে নাসিমকে অপহরণের পর হত্যা করে লাশ লোকোশেড এলাকার সেপটিক ট্যাংকির মধ্যে রাখে। হত্যার ৫ দিন পর পুলিশ নাসিমের গলিত লাশ উদ্ধার করে।
পরে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে ৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। পরবর্তীতে ১৭ জন সাক্ষির সাক্ষ্য প্রমাণ শেষে আদালত তিন জনের বিরুদ্ধে এ রায় দেয়।
প্রতিক্ষণ/এডি/মেজবা