পারিবারিকভাবে কেক কাটলেন খালেদা জিয়া

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৫ সময়ঃ ৯:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

kheldaপ্রতিবছর ১৫ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার এই উদযাপনে ছন্দপতন হয়েছে, ১৫ আগস্টের প্রথম ক্ষণে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেননি তিনি।

তবে ১৫ আগস্টের প্রথম প্রহরে একান্ত পারিবারিকভাবে জন্মদিনের কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত ১২টার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বেগম জিয়ার দুই ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ৭০তম জন্মদিনের কেক কাটেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র কেক কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, রাত ১২টার একটু আগে খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ ছোট একটি কেক নিয়ে বাসভবনে আসেন। এরপর অপর ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে আসেন। এরপরই কেট কাটা হয়।

বিএনপির আরেকটি সূত্র জানায়, লন্ডন থেকে তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমান দাদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীকে বিএনপি প্রধানের জন্মদিন পালন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। এবার ১৫ আগস্টকে সামনে রেখে সমালোচনাটা বেশ জোরাল ছিল।

আজ শনিবার রাতে ছাত্রদল ও মহিলা দলের পক্ষ থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করার কথা রয়েছে। তবে সেখানে বিএনপি চেয়ারপারসন উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপি সূত্র।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৫ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা শুরু করেন।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G