বিনোদন ডেস্ক
হলিউড-বলিউডে নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে ইদানিং তুমুল তর্ক-বিতর্ক চলছে। সে তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশে। একসময় শাবানা, শাবনূরের নামে চললেও এখন নায়িকার নামে সিনেমা খুব একটা চলে না। নায়কই থাকেন মূখ্য।
তবে এর খানিক হেরফের তো আছেই। সাম্প্রতিক কয়েকবছরে বারবার আলোচনায় এসেছেন মাহি। তাকে ধরা হয়, এ সময়ের একমাত্র নায়িকা, যার নামেই কিছু দর্শক হলে যান। পারিশ্রমিকের ক্ষেত্রেও নায়িকাদের মধ্যে বেশি পান তিনি।
বাংলাদেশের নায়িকাদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক আট লাখ টাকা নিয়েছেন শাবানা। শাবনূর, অপু বিশ্বাসরা পেয়েছেন পাঁচ থেকে ছয় লাখ টাকা। এবার অতীতের সব নায়িকাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মাহিয়া মাহি। মালেক আফসারীর ‘ধামাকা’য় অভিনয়ের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘শাবানা ম্যাডামের রেকর্ড ভেঙেছি কি না সেটা আমার জানা নেই। এখন থেকে বছরে তিন-চারটির বেশি ছবি করব না। আমার তো আর কোনো আয়ের উৎস নেই। পরিবারের দেখভাল আমাকেই করতে হয়। যাঁদের কাজ করছি তাঁরা জানেন, অন্য যেকোনো শিল্পীর চেয়ে শিডিউল বেশি দিচ্ছি। প্রি-প্রোডাকশন থেকেই নিজেকে ইউনিটের সঙ্গে সম্পৃক্ত করছি। সেক্ষেত্রে পারিশ্রমিক তো একটু বেশি দাবি করতেই পারি।’
প্রতিক্ষণ/এডি/বিএ