পার্কে গাছের ভেতর গাড়ি
নিজস্ব প্রতিবেদক
ক্যালিফোর্নিয়ার ল্যাগেটের কাছে, সান ফ্রান্সিসকো থেকে ১৮৫ মাইল উত্তরে অবস্থিত ড্রাইভ থ্রু ট্রি পার্ক। এখানে ২০০ মাইল এলাকা জুড়ে রয়েছে অনন্য সুন্দর রেডউডের সারি। রয়েছে পার্কে আগতদের জন্য বিশ্রামঘরসহ আনুষঙ্গিক বিভিন্ন সুযোগ-সুবিধা।
তবে, পর্যটকদের অধিকাংশ এই পার্কে আসেন বিশেষ এক গাছের আকর্ষণে। এটি পরিচিত চ্যান্ডেলিয়ার ট্রি নামে। ২৭৬ ফুট লম্বা আর ছয় ফুট চওড়া এই গাছের মূল আকর্ষণ হচ্ছে, নিচের দিকে থাকা প্রায় পৌনে সাত ফুট উচ্চতার একটি গর্ত।
এর ভেতর দিয়ে অনায়াসেই চলে যেতে পারে একটি গাড়ি! ধারনা করা হয়, ১৯৩০ সালের দিকে চার্লি আন্ডারউড এই সুড়ঙ্গ বা টানেলটা করেছিলেন। ক্যালিফর্নিয়ার ড্রাইভ-থ্রু ট্রি পার্কে অবস্থিত গাছের এই টানেল দিয়ে যেতে গাড়ী ভেদে ৫ থেকে ২৫ ডলার লাগে। হেঁটে বা বাইকে গেলে ৩ ডলার।
পর্যটকরাও এখানে এসে গাছের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে ভারি আনন্দ পান। পার্কটির ‘ড্রাইভ থ্রু ট্রি’ নামটিও এসেছে এখান থেকেই।