পার্থকে গ্রেপ্তারে হাইকোর্টের মানা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০০ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

w8c8zvai-copyবাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এ সংক্রান্ত এক আবেদনরে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশটি দিয়েছেন।

পার্থ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। গাড়ি পোড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।হাইকোর্টের আদেশে বলা হয়েছে, বিমানবন্দরে নামার পর হাইকোর্টে না আসা পর্যন্ত পার্থকে যেন গ্রেপ্তার বা হয়রানি না করা হয়।

পার্থর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম। হাইকোর্টের এ আদেশ সম্পর্কে তিনিই সাংবাদিকদের জানিয়েছেন।

আহসানুল করিম জানিয়েছেন, বাংলাদেশে পৌঁছানোর পর বিজেপি সভাপতি পার্থকে যেন গ্রেপ্তার বা হয়রানি না করা হয় এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদনের পর শুনানি শেষে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G