পাহাড়ি সন্ত্রাসীদের আক্রমণের স্বীকার বাঙালিরা
জেলা প্রতিবেদক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাতিমুড়ায় বাঙালি পাড়ায় বাঙালিদের বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিনে ধরেই ইউপিএিফের সন্ত্রাসীরা স্থানীয় বাঙালিদের কাছে চাঁদা দাবি করে আসছিল। বাঙালিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষুব্ধ বাঙালিরা খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে অবস্থান গ্রহণ করে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনী ৬ জনকে আটক করেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাঙালিদের বিরুদ্ধে সুদুর-প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই সন্ত্রাসীরা বাঙালিদের বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে এলাকায় দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রাব্বি আহসান পিএসসি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ