পাহাড় ধসে মৃত্যুঃ গ্রেফতার ২
জেলা প্রতিবেদক
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পাহাড় ধসে এক পরিবারের ৩ শিশুর মৃত্যু বরণ করেন । এ ঘটনায় মামলা দায়ের করা হয় ।মামলা দায়েরের পর ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে এ দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
রোববার রাতে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন, মো. মঈনুদ্দিন, মো. রাসেল, মো. সোহেল, জয়নাল আবেদীন ও শাহাবুদ্দিন। এদের মধ্যে শাহাবুদ্দিন ও জয়নাল আবেদীনকে রোববার রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
বায়েজিদ থানার এএসআই নাসির জানান, আসামিরা পাহাড় কেটে ঘর তৈরি করে ভাড়া দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, টানা বৃষ্টিতে গত শনিবার রাত ২টার দিকে বায়েজিদের ট্যাংকির পাহাড়ের মাটি ধসে আমিন কলোনিতে বসবাসকারী পাইপ মিস্ত্রি শাহাজানের ঘরের ওপর পড়লে তার মেয়ে বিবি মরিয়ম (দেড় বছর), সালমা (৫) ও ছেলে আরাফাত হেসেন ফরিদ (১২) নিহত হয়।
প্রতিক্ষণ/এডি/তাফসির