পিতৃভূমিতে প্রথম রাষ্ট্রীয় সফরে ওবামা
প্রথমবারের মতো পিতৃভূমি কেনিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের বিমানে রাজধানী নাইরোবিতে পৌঁছান তিনি। সফরের প্রথম দিনে শনিবার একটি শীর্ষ ব্যবসায়িক সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে তার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসে ১৯৯৮ সালে বোমা হামলার স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবেন ওবামা।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেনীয় প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। উপস্থিত ছিলেন ওবামার সৎ বোন অমা। এসময় রাস্তার দু’পাশে ভিড় করে শত শত মানুষ। পিতৃভূমিতে এ সফরকে ওবামার ‘ঘরে ফেরা’ হিসেবেই দেখছে কেনিয়াবাসী।
কেনিয়ায় ওবামার সফর উপলক্ষে নিরাপত্তার জন্য ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সফরের প্রথম দিন, কেনিয়ায় নিজের আত্মীয়-স্বজনদের সাথে নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট কেনিয়াত্তার সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও, একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে ওবামার। কেনিয়া সফর শেষে ইথিওপিয়া সফরের কথা রয়েছে ওবামার।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল