পিন্টুর জানাযা সম্পন্ন, দাফন আজিমপুরে

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রতিক্ষণ ডটকম

pintuনয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর জানাযা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টা ৪৮ মিনিটে তার জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় অংশ নিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টর জমির উদ্দিন সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তার আগে নাছির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তার মরদেহের উপর দলীয় পতাকা জড়িয়ে দেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় তিনি পিন্টুর জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে তার (পিন্টুর) মরদেহ নেয়া হয় হাজারীবাগের লেদার কলেজ মাঠে। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ আছর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে পিলখানা হত্যা মামলাসহ দুর্নীতি ও ভাংচুরের সাতটি মামলা রয়েছে। সাত মামলার মধ্যে পিলখানা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর রাজধানীর লালবাগে অবস্থিত আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান পিন্টুকে যাবজ্জীবন দণ্ড দেন।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G