পিন্টুর মৃত্যু তদন্তে কমিটি গঠন

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

pintuবিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনা তদেন্ত তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করে কারা অধিদপ্তর এই তদন্ত কমিটি গঠন করে।

কমিটির অন্য দুই সদস্য হলেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল চৌধুরী।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনা তদন্তে ঢাকা থেকে তদন্ত কমিটি রাজশাহীর পথে রওয়ানা হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া তদন্ত বিষয়ে আগামী ৭ মে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু গতকাল রবিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। যদিও ডাক্তার বলছে পিন্টু আগেই মারা গেছেন।

প্রতিক্ষণ/এডি/রাশেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G