পিপড়া খেয়ে ফেলল ১৩ লক্ষ টাকা!

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ১০:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

strange-storyছোটবেলা থেকেই আমরা একটি প্রবাদ পড়েছি বা জেনেছি “কৃপনের ধন পিপড়ায় খায়”। আর এবার তা সরাসরি প্রমাণ করলো পিপড়াই। এক ভদ্রলোকের ১৩ লক্ষ টাকা খেয়ে ফেলেছে পিপড়া।

এমনটাই হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক খুলনার জনৈক এক ভদ্র লোকের সাথে। ওই ভদ্রলোক প্রতিদিন ২৫-৩০ কিঃমিঃ বাই সাইকেল চালিয়ে অফিস করেন। নিজে এক কাপ চা খান না এবং কাউকে খাওয়ান না। এমন কি বিয়ে পর্যন্ত করেননি।

বছর দশেক আগে নিজ বাড়িতে লোহার সিন্দুকে ১৩ লক্ষ টাকা রেখেছিলেন ওই ভদ্র লোক।

বাড়ীর কেউ তা জানত না। সম্প্রতি সেই লোহার সিন্দুক খুলে মাথায় হাত তার। সিন্দুক খুলে দেখেন তার সব টাকা পিপড়ায় খেয়ে ফেলেছে। টাকার বদলে সেখানে আছে শুধু মাটি আর মাটি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G