পিরোজপুরে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে কালের কন্ঠের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে কেক কাটা ও এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পিরোজপুর প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরে কালের কন্ঠ দেশের প্রতি এক গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছে।
এ ছাড়াও সকল বিষয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প সময়েই কালের কন্ঠ পাঠক সমাজে ব্যপক সমাদ্রিত হয়েছে। আমরা চাই পত্রিকাটি তার এই স্বাধীন ও নিজস্ব অবস্থান বজায় রাখুক।
আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হোসেন শুকুর, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কন্ঠর জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ। আলোচনা সভা শেষে শহরের সাংবাদিক, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে কেক কাটেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি