পিসি নিরাপত্তায় অদৃশ্য সফটওয়্যার

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Computerএটি একটি অদৃশ্য সফটওয়্যার যা সকল ব্যবহারকারীর কাজকর্মের রেকর্ড এবং এনক্রিপ্ট করা লগ ফাইলের মধ্যে সংরক্ষণ করে রাখে এবং লগ ফাইল একটি টেক্সট বা ওয়েব পেজ হিসেবে সংরক্ষিত করে রাখে। আপনার অনুপস্থিতিতে কম্পিউটারে কে কি করেছে বা দেখেছে বা কি ব্যবহার করেছে এই সফটওয়্যারটি তা খুঁজে বের করবে। স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানিয়ে দেবে, ই-মেইলের মাধ্যমে বা আপনি নিজ থেকে দেখে নিতে পারবেন ডেট বাই ডেট অনুযায়ী। এছাড়া প্রত্যেকটি কাজের বা পেজের আলাদা আলাদা স্কীন শর্ট ও দেখতে পারবেন। এই অদৃশ্য সফটওয়্যারটির বর্তমান বাজার মুল্য ৪৪.৯৫ ইউএস ডলার।

সফটওয়্যারটির দ্বিতীয় বৈশিষ্ট্য হল এর মাধ্যমে আপনি ব্যবহারকারীর ছবিও দেখতে পারবেন (এই সফটওয়্যারটি নিজ থেকেই ব্যবহারকারীর ছবি সেভ করে রাখবে) এবং এতে আপনার ওয়েব ক্যামেরা কোন ফ্লাশিং বা কোন সাউন্ড করবে না। এক কথায় বলতে পারেন মশা মাছিও টের পাবে না আপনার ফটো যে ক্যাপচার হবে বা নিবে) যদি আপনার কম্পিউটারে ওয়েব ক্যামেরা থাকে। তাই ওয়েব ক্যামেরা যদি থাকে তাহলে আপনার পিসিতে একদিনে যদি ৫জন লোক বসে, আপনি ঐ ৫ জনের কে কতক্ষণ ইউজ করেছে এবং কী কী ইউজ করেছে, তার চেহারা, তার লগিং টাইম, আউট টাইম, একই ব্যক্তি যদি একদিনে ১০বার লগিং করে আপনি ১০বারই টের পেয়ে যাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। যদি ওয়েব ক্যামেরা না থাকে তাহলে একটি জিনিস থেকে বঞ্ছিত হবেন আর সেটি হলো ছবি।

সফটওয়্যারটির নামঃ Ardamax Keylogger

ভার্সনঃ ৩.৮.৯.১

সাইজঃ ২.০১ মেগাবাইট

এই অদৃশ্য সফটওয়্যারটি চালানো যাবে যে সব উইন্ডোজে > উইন্ডোজ ২০০০/০৩, এক্সপি, ভিস্তা এবং উইন্ডোজ সেভেন।

ইন্সটল শেষে একবার রান করে নিলেই কাজ শেষে আপনাকে আর কিছু করতে হবে না। তবে আপনি যখন বাসার বাইরে যাবেন, এই সফটওয়্যার কে আপনার টাস্কবার থেকে হাইড করে দিয়ে যাবেন। তার কারণ হল ইউজার যদি পটু হয় তাহলে সে ডিলিট করে দিতে পারে। তাই খেয়াল করে টাস্কবার থেকে হাইড করতে ভুলবেন না। আপনি টাস্কবার থেকে হাইড করে পিসি শাটডাউন করার পরে পুনরায় পিসি স্টার্ট দিলেও এটি হাইড অবস্থায় সক্রিয় থাকবে। যতক্ষণ পর্যন্ত না আপনি একে টাস্কবারে পুনরায় উজ্জীবিত না করছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G