পুঁজিবাজারে ফের দরপতন
নিজস্ব প্রতিবেদক
ফের দরপতনেই লেনদেন শেষ হলো পুঁজিবাজারের। বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। আর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে ৪৫০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭১ কোটি ২১ লাখ টাকা বা ১৪ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫২১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৪ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার এবং ফ্যামিলি টেক্স ইউপিজিডিসিএল।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর