পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

সুচকসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। লেনদেনের এক ঘণ্টার মাথায় লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমেছে।

ডিএসই সূত্র মতে, বেলা ১১টা ২৯ মিনিটে ডিএসইএঙ সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯০ পয়েন্টে, ডিএসইএস (শরীয়াহ) সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৫ এবং ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭২৯ পয়েন্টে আসে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত থাকে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৪১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে, বেলা ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭২৩ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত থাকে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

প্রতিক্ষণ/এডি/শাকিল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G