পুঁজিবাজারে সূচকের বড় পতন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসের বড় ধরণে সূচকের পতন হয়েছে উভয় শেয়ারবাজারে। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। ডিএসইতে আগের কার্যদিবস থেকে লেনদেন ৫৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয় লেনদেন।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৮৫ পয়েন্টে। ডিএসইতে মোট ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১০ কোটি ২৮ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সিএসসিএক্স ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫১২ পয়েন্টে। সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৮০টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ২৮ লাখ টাকার।
প্রতিক্ষন/এডি/বাবর