পুঁজিবাজারে সূচকের সর্বোচ্চ দরপতন

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

DSE-Dawnসূচকের বড় ধরনের অবনতি দিয়ে আরো একটি সপ্তাহ শুরু করেছে দেশের পুঁজিবাজার।

আজ রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত টানা পতনের মধ্য দিয়ে কাটে দুই বাজারের। আর এভাবে দিন শেষে বড় অঙ্কের সূচক হারায় বাজারগুলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি কমে যায় ৮১ দশমিক ১৯ পয়েন্ট। ডিএসই-৩০ ও শরিয়াহ সূচকের অবনতি ঘটে যথাক্রমে ৩২ দশমিক ৯৯ ও ২২ দশমিক ৪৯ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ও সিএসসিএক্স সূচক হারায় যথাক্রমে ২৮৩ দশমিক ০১ ও ১৬১ দশমিক ৫২ পয়েন্ট। এখানে সিএসই-৫০ সূচকের অবনতি ঘটে ১৫ দশমিক ৯৪ পয়েন্ট।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই হরতাল-অবরোধের মতো রাজনৈতিক সহিংসতা বিরাজ করছে দেশে। আজ রোববার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন। আর এই রাজনৈতিক সহিংসতার কারণেই পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিক্ষণ/এডি/সেরাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G