পুতিন এলেন দশ দিন পর
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
দশ দিন পর জনসম্মুখে হাজির হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার সেন্ট পিটার্সবার্গে কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়িভের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে আবার দেখা দিলেন পুতিন।
পূর্বঘোষণা ছাড়াই লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ায় তার অবস্থান ও স্বাস্থ্য নিয়ে সমালোচনা শুরু হয়।
গত ৫ মার্চ সর্বশেষ পুতিনকে জনসম্মুখে দেখা গিয়েছিল। গত সপ্তাহে তিনি মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান সফরসহ তার অনেক কর্মসূচি বাতিল করেন।
তাকে নিয়ে জল্পনা প্রসঙ্গে পুতিন বলেন, ‘কানাঘুষা না থাকলে ব্যাপারগুলো খুব একঘেয়ে হয়ে যায়’। এর আগে ক্রেমলিনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছিলেন যে, যথাসময়ে যথাস্থানে কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ৫ মার্চ ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে এক সংবাদ সম্মেলনে পুতিনকে (৬২) সর্বশেষ জনসম্মুখে দেখা যায়। এরপর গুজব ছড়ায় পুতিন আবার বাবা হয়েছেন এবং প্রেমিকার সঙ্গে সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে আছেন। এছাড়াও প্রাসাদ ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, কসমেটিক সার্জারি করিয়েছেন বা তিনি মারা গেছেন বলেও গুজব রটে।
সূত্র: বিবিসি
প্রতিক্ষণ/এডি/রাজন