পুতুলদের গ্রাম নাগোরো!

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৮:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

kaktaruaদক্ষিণ জাপানের নাগোরো গ্রাম! মানুষ বাস করেন মাত্র ৩৫ জন। কিন্তু এখানে কাকতাড়ুয়ার সংখ্যা দেড়শ। ঠিক ১৩ বছর আগের কথা। পাখিদের হাত থেকে শস্য বাঁচাতে খড় দিয়ে প্রথম কাকতাড়ুয়া তৈরি করেছিলেন জাপানের সুকিমি আয়ানো।

কাকতাড়ুয়া তৈরির পর দেখলেন, এটি দেখতে বাবার বানানো কাকতাড়ুয়ার মতো অবিকল। সেই থেকেই শুরু। আজও কাকতাড়ুয়া বানিয়ে চলেছেন সুকুমি। দক্ষিণ জাপানে নাগোরোর এই গ্রামটি আজ পরিণত হয়েছে ‘কাকতাড়ুয়া গ্রামে’। এখানে যত না মানুষের বাস, তার চাইতে প্রায় তিন গুণ রয়েছে কাকতাড়ুয়া।

এই গ্রামে কাকতাড়ুয়াকে শিল্পে পরিণত করেছেন তিনি। কাঠের কাঠামোর উপর খবরের কাগজ ও কাপড় দিয়ে কাকতাড়ুয়া তৈরি করে তাদের পোশাক পরান সুকিমি।

গ্রামের বাসিন্দা যারা তাদের আপনজনদের হারিয়েছেন, অনেক সময় তাদের অনুরোধে মৃত মানুষের আদলে পুতুলও তৈরি করে দেন সুকিমি।

অভিনব এই ‘কাকতাড়ুয়া গ্রাম’ দেখতে পর্যটকরা নাগোরোতে ভিড় জমাচ্ছেন। আর পর্যটকদের নিজের কীর্তি দেখাতে পেরে বেজায় খুশি সুকিমিও।

https://youtu.be/xv2emjC64tQ

 প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G