‘পুত্র’ নিয়ে ব্যস্ত জয়া

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৫ সময়ঃ ৬:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

joya_bg_981685287শুধু ঢাকাই সিনেমাতেই নয়। অল্প সময়ের মধ্যে কলকাতার সিনেমাতেও নিজের একটি সুদৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন জয়া আহসান। এতদিন তিনি ব্যস্ত ছিলেন নির্মাতা সৃজিত মুখার্জির আলোচিত ছবি ‌‘রাজকাহীনি’ নিয়ে।

সম্প্রতি ‘রাজকাহীনি’ মুক্তি পেয়েছে কলকাতাতে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে পুরো ভারতজুড়ে। এখবর নিঃসন্দেহে জয়ার জন্য সুসংবাদই বটে। এদিকে সকল ব্যস্তাতা ছেড়ে এবার এই নায়িকা ব্যস্ত হয়েছেন দেশীয় সিনেমা ‘পুত্র’র শুটিং নিয়ে। নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর পরিচালনা নির্মিত হচ্ছে ছবিটি। এত জয়াকে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে। গতকাল থেকে এ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নির্মাতা সাইফুল ইসলাম মান্নু বলেন, পুরোদমে শুটিংয়ের কাজ চলছে। জয়া শুটিংয়ে অংশ নিয়েছেন কাল। এখন থেকে বাকি অংশের শুটিংয়ে পুরোটাজুড়েই থাকবেন জয়া। ১ তারিখ আমরা গাজীপুর যাচ্ছি। সেখান থেকে ফিরে ফের ঢাকায় শুটিং।’ অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটিতে জয়া ছাড়াও আছেন, শাকিব খান, ফেরদৌস, মেহরীন, আজিজুল হাকিম, সেঁউতি, ডলি জহুর প্রমূখ। উল্লেখ্য, এ চলচ্চিতটির কাজ সম্পন্ন হলেই জয়া যোগ দিবেন মাহমুদ দিদার এর পরিচালনায় ‘বিউটি সার্কাস’ এ। এ চলচ্চিত্রটিতে জয়াকে দেখা যাবে সার্কাস শিল্পী হিসেবে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G