পুরুষদের হাই-হিল প্রতিযোগিতা !
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
প্রতিবারের মত এবারও স্পেনের মাদ্রিদে হয়ে গেল ‘গে প্রাইড সেলিব্রেশন’ শীর্ষক ছেলেদের হাইহিল প্রতিযোগিতা। স্পেনের মাদ্রিদে প্রতিবছর জুলাই মাসের দুই তারিখে অনুষ্ঠিত হয় এ দৌড় প্রতিযোগিতা।
পাঁচ দিন ব্যাপি এই বর্ণিল অনুষ্ঠানকে স্বাগত জানাতে ওই দিন পুরুষরা নানা ধরণের হাই হিল পরে ঘুরে বেড়ায়। এর পর ১০ সেন্টিমিটার বা তার চেয়ে উঁচু বিভিন্ন ধরণের হাই হিল পায়ে স্কচটেপ দিয়ে আটকে দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেন। যিনি এই দৌঁড়ে জয়ী হন তাকে দেয়া হয় ২৫০ ইউরো, সঙ্গীসহ ডিনার এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছে তার ভাউচার।
প্রতিক্ষণ/এডি/জহির