পুলিশও মাদকের সঙ্গে জড়িত

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

b4970সম্প্রতি পুলিশও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। সারাদেশে মাদকের বিস্তার রোধে মাদক অধিদপ্তর পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি।রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে  মাদকের বিস্তার ও ভয়াবহতা নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উচ্চবিত্ত নারীরাও বর্তমানে মাদকের ছোবল থেকে রেহাই পাচ্ছে না। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমনকি ছাত্রীরাও এখন অনেক বেশি মাদকের সঙ্গে যুক্ত। গ্রামের ক্ষুদ্র একটি বাজারেও এখন মাদকের অবাধ সরবরাহ রয়েছে। অর্থাৎ এমন কোন জায়গা নেই যেখানে মাদকের বিস্তার হয়নি।

ফিরোজ রশীদ জানান,ঈদের আগ মুহূর্তে সাধারণত সন্ধ্যার পর কেনাকাটা করার জন্য বাসা থেকে বের হন। কিন্তু রাজধানীর ফুটপাত জুড়েই এত বেশি মাদকসেবী এবং তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে নারীরা। কারণ মাদকসেবীরা তাদের বিরক্ত করার পাশাপাশি যে কোনো সময় ছিনতাইয়ের মত ঘটনা ঘটায়।এজন্য ঢাকা শহর থেকে এরকম ৫০০/৬০০ ভাসমান মানুষকে সরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G