পুলিশি হেফাজতে ছিনতাই হল আসামি

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

Dinajpurদিনাজপুরের চিরিরবন্দরে স্থানীয় জামায়াত শিবিরের নেতা কর্মীরা নাশকতা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলা করেছে। এতে আহত হয়েছেন চিরিরবন্দর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে এএসআই আব্দুর রহমান নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি জামাল উদ্দিন (২৭) কে ধরতে রানীপুর গ্রামে যায়। এ সময় রানীরবন্দর সাংগঠনিক শাখার সাবেক শিবির সভাপতি আসাদুল্ল্যাহর নেতৃত্বে ১০/১৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী এএসআই আব্দুর রহমানের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা এএসআই আব্দুর রহমানকে আহত করে জামালউদ্দিনকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এএসআই আব্দুর রহমানকে উদ্ধার করে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এএসআই আব্দুর রহমান ভাল আছেন এবং খুব দ্রুত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G