পুলিশের গুলিতে যুবদলকর্মী নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

policeদিনাজপুরের চিরিরবন্দরে যৌথবাহিনীর অভিযানের সময় পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে মো. রেজওয়ান (২৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ আহত হয়েছেন আরও ছয় জন।

উপজেলার পুনটি ইউনিয়নের তুলসিপুর গ্রামে শুক্রবার বিকাল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রেজওয়ান উপজেলার পুনট্টি ইউনিয়ন বিএনপি নেতা মো. হবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলকর্মী।

আহতরা হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোস্তাফিজুর রহমান (৩৬), কনস্টেবল মো. হাবিবুল্লাহ (৩৪), মো. রবিউল ইসলাম, (৩৫), মো. জাহাঙ্গীর আলম (২৮) ও রেজওয়ানের ছোট ভাই মো. হায়দার আলী (১৮), মা আম্বিয়া বেগম।

পুনট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতিয়ার রহমান জানান, বিকেল ৩টায় যৌথবাহিনী নাশকতাবিরোধী অভিযান চালানোর জন্য তুলসিপুর গ্রামে যায়। নাশকতার অভিযোগে বিএনপি নেতা মো. হবিবুর রহমানকে গ্রেফতার করলে পরিবারের লোকজন ও গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ গুলি চালালে হবিবুর রহমানের ছেলে মো. রেজওয়ান ঘটনাস্থলেই নিহত হন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযান চলাকালে আমাদের চারজন পুলিশকে কুপিয়ে জখম করে গ্রামবাসী। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে একজন নিহত হয়। এ সময় পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে।’

প্রতিক্ষণ /এডি/মিজান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G