পুলিশের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি
হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সদর বাজারে পথচারী ও ব্যবসায়ীদর ওপর পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে হতাহতের ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে প্রতিক্ষণকে জানান, অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ীদের দ্বন্ধের ঘটনায় অতি উৎসাহী হয়ে থানার এসআই রফিকুল ইসলাম নিজের দাপট দেখাতে গিয়ে অন্যায়ভাবে এক ব্যবসায়ীর পক্ষ নিয়ে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের ওপর প্রথমে লঠিচার্জ এবং পরবর্তীতে রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটিয়ে আইনশৃংখলার চরম অবনতি ঘটায়। এ ঘটনায় পুলিশের রাবার বুলেটে এক নারী ও এক শিশুসহ কমপক্ষ্যে অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন।
প্রতিক্ষণ/এডি/সাই