পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত মান্নার জামিন
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাষ্ট্রদ্রোহ ও উসকানির দুই মামলায় জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে।
মান্নাকে হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
আদালতে মান্নার পক্ষে শুনানি করেন ইদ্রিসুর রহমান, সঙ্গে ছিলেন শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছর ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় সেনা বিদ্রোহে উসকানির মামলাটি দায়ের করা হয়। পরদিন মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/শাআ