পুলিশ হেফাজতে সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে শিলংয়ের নেগ্রিমস হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মঙ্গলবার রাতে শিলংয়ের পুলিশ সুপার জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমেদকে শিলং সদর থানায় রাখা হবে। সেখানে আজ তার আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ শুরু হবে।
ঢাকার উত্তরা থেকে নিখোঁজের দুই মাস পর গত ১১ মে ভারতের শিলংয়ের থানায় হাজির হলে সেখানকার পুলিশ তাকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে।
আটকের পর প্রথমে একদিন মানসিক হাসপাতালে, পরে এক সপ্তাহ শিলংয়ের সিভিল হাসপাতালে এবং গত এক সপ্তাহ নেগ্রিমস হাসপাতালে তিনি চিকিৎসাধীন বন্দী হিসেবে ছিলেন। দুইবার গোয়েন্দা অফিসাররা হাসপাতালে তার সঙ্গে কথা বললেও অসুস্থতার কারণে গত ১৫ দিনে তার আনুষ্ঠানিক পুলিশি জেরা হয়নি।
এর আগে মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে মঙ্গলবার দুপুরে সালাহউদ্দিন আহমেদকে ছাড়পত্র দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/নুর