পুড়ে অঙ্গার হলো তালাবদ্ধ মা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে ঘরে তালাবদ্ধ করে পাশের বাড়িতে টিভি দেখতে গেলেন মেয়ে সুফিয়া। ঘরে আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে দেখেন ঘর পুড়ে ছাই। একইসঙ্গে আগুনে পুড়ে মা অঙ্গার।
উপজেলার সোহাগদল ইউনিয়নের দক্ষিণ সোহাগদল গ্রামে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোহাগদল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাতে মাকে ঘরে তালাবদ্ধ করে পাশের বাড়িতে টিভি দেখতে যান মেয়ে সুফিয়া। রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে আগুন লাগে। প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসেন মেয়ে সুফিয়া।
দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। কিন্তু ততক্ষণে সবশেষ। ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেইসঙ্গে পুড়ে অঙ্গার হয় বৃদ্ধা মা ফাতেমা।
স্বরুপকাঠী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সুফিয়ার মা ফাতেমা কানে শোনেন না। বয়সের ভারে হাটা-চলাও করতে পারতেন না।
রাতে সুফিয়া মাকে ঘরে তালাবদ্ধ রেখে পাশের বাড়িতে টিভি দেখতে যান। রাত সাড়ে ৮টার দিকে খবর পান তাদের ঘরে আগুন লেগেছে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
প্রতিক্ষণ/এডি/রন