পূজোয় চেহারার ক্লান্তি দূর করার টিপস
এই রোদ এই বৃষ্টি সাথে ভেপসা গরম।তাই বলে তো উৎসব থেমে নেই ।পূজোর এই সময়ে কিভাবে ক্লান্ত চেহারা লুকিয়ে ফ্রেশ লুক নিয়ে আসা যায় চেহারায় তেমন’ই কিছু টিপস আজকে দেয়া হলো।
শুধুমাত্র পূজোর সময় এই টিপস কাজে লাগবে অন্য সময় লাগবেনা এমনটা ভাবার কোনো অবকাশ নেই।
অফিস এর শেষে ক্লান্ত কিন্তু পার্টি এটেন্ড করতে হবে, এ দিকে কাজের চাপে বেরনোর আগে মেক আপ করার সময়ও নেই, ইচ্ছাও করছে না। ভাবছেন কি করবেন? আপনার এই সমস্যা সমাধানেও এই টিপসগুলো কাজে দিবে
নাকের চারপাশ আর কপালের তৈলাক্ত ভাব ব্লটিং পেপার দিয়ে মুছে নিন।
মুখ পরিষ্কার করে নিন: মেক আপ করার আগে পানি দিয়ে পরিষ্কার করে মুখ ধুয়ে নিন।
ক্লান্তির ছাপ পড়া মুখে ভুলেও মেক আপ করবেন না ।
কনসিলার: মুখে যে অংশে ক্লান্তির ছাপ বেশি পড়ে, চোখের তলায় ধেবড়ে যাওয়া কাজলের ওপর কনসিলার লাগান। এতে ক্লান্তি দূর হবে মুখের।