পূজোয় চেহারার ক্লান্তি দূর করার টিপস

প্রকাশঃ অক্টোবর ৯, ২০১৬ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

womans-face-vintage-makeup-retro-style-subbotina-annaএই রোদ এই বৃষ্টি সাথে ভেপসা গরমতাই বলে তো উৎসব থেমে নেই পূজোর এই সময়ে কিভাবে ক্লান্ত চেহারা লুকিয়ে ফ্রেশ লুক নিয়ে আসা যায় চেহারায় তেমন’ই কিছু টিপস আজকে দেয়া হলো
শুধুমাত্র পূজোর সময় এই টিপস কাজে লাmelting-makeup-tips-7গবে অন্য সময় লাগবেনা এমনটা ভাবার কোনো অবকাশ নেই

অফিস এর শেষে ক্লান্ত কিন্তু পার্টি এটেন্ড করতে হবে, এ দিকে কাজের চাপে বেরনোর আগে মেক আপ করার সময়ও নেই, ইচ্ছাও করছে না। ভাবছেন কি করবেন? আপনার এই সমস্যা সমাধানেও এই টিপসগুলো কাজে দিবে

 espoirface-prime-long-wear-fix-mist-120ml1
ব্লটিং পেপার: সবচেয়ে বেশি ক্লান্তির ছাপ রড়ে টি-জোনে।
নাকের চারপাশ আর কপালের তৈলাক্ত ভাব ব্লটিং পেপার দিয়ে মুছে নিন।

cb927a23608e290613f160becf9bc24c

মুখ পরিষ্কার করে নিন: মেক আপ করার আগে পানি দিয়ে পরিষ্কার করে মুখ ধুয়ে নিন।
 ক্লান্তির ছাপ পড়া মুখে ভুলেও মেক আপ করবেন না ।

বেস  মেক আপ: পরিষ্কার মুখে ম্যাট প্রাইমার বা অয়েল ফ্রি ফাউন্ডেশন লাগিয়ে নিন।

কনসিলার: মুখে যে অংশে ক্লান্তির ছাপ বেশি পড়ে, চোখের তলাbest-primer-for-oily-skinধেবড়ে যাওয়া কাজলের ওপর কনসিলার লাগান। এতে ক্লান্তি দূর হবে মুখের।

 কমপ্যাক্ট পাউডার: পরিষ্কার মুখে কমপ্যাক্ট পাউডার পাফ করে নিন। তবে ভাল করে ব্লেন্ড করবেন।
লিপ কালার : সারা দিন খাওয়া-দাওয়া, ক্লান্তিতে লিপস্টিক হালকা হয়ে যায়। ফ্যাকাশে লাগে দেখতে।লিপস্টিক গাঢ় করে নিন। এতে চেহারা ফ্রেশ লাগবে দেখতে। 
 ফেস মিস্ট: মুখে ফেস মিস্ট স্প্রে করে নিন। আপনাকে রিফ্রেশ করার পাশাপাশি টোনিংও করবে ত্বক।
প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G