পূর্ণ বিশ্রামে রওশন এরশাদ

প্রকাশঃ জুন ১৯, ২০১৫ সময়ঃ ৯:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

rosoসংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন । চিকিৎসা শেষে এখন তিনি কিছুটা সুস্থ হয়ে গুলশানের বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকের পরামর্শে আরও কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে বলে জানিয়েছেন বিরোধী নেতার ঘনিষ্টসূত্র।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা সেবা দেওয়া হয়।

রওশনের এক ব্যক্তিগত কর্মকর্তা বলেন, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিলেন। আশঙ্কা করেছিলাম তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কি না। কিন্তু চিকিৎসার পর জানা গেছে আল্লাহর রহমতে তিনি আশঙ্কামুক্ত। বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন এবং বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

হঠাৎ করে অসুস্থতার কারণে বৃহস্পতিবার রওশন এরশাদ সংসদ অধিবেশনে যোগ দেননি। দলের নেতাকর্মীদেরও দেখা দিচ্ছেন না। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রথম রোজা থেকে কয়েকদিন তার রমজানের কর্মসূচি থাকছে না।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G