ক্রীড়া প্রতিবেদক
৯ম বিপিএল আসরে মাঠে নামতে প্রস্তত দেশসেরা পেসার তাসকিন আহমেদ। এবারের আসরে তাসকিন ঢাকা ডমিনেটরস এর আইকন ক্রিকেটার।
গতকালই দলের সাথে যোগ দিয়ে আজ মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সারলেন।
তবে অনুশীলনে নামার আগে টিম ম্যানেজমেন্ট এর সাথে ক্রিকেটারদের বৈঠক হয়ে গেল। তাতে কি কথা হয়েছে তা কোন সদস্যই জানালেন না।
কিন্তু এবারের আসরে ঢাকার মিশন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন তাসকিন। শুরুতেই নিজের ইনজুরির কথা মনে করিয়ে দিলে তাসকিন জানান, ইনজুরি কেউ ইচ্ছে করে আনে না। এটা খেলতে গেলে হয়ে যায়। তবে এখন আমি ফিট, পুরো প্রস্তত আছি।
ঢাকার হয়ে তাহলে টাগেট কি? তাসকিন বললেন, আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব। পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করব শিরোপা জিততে।
উল্লেখ্য, ৮ আসরের ৩ বার শিরোপা জিতেছে ঢাকা।