পৃথিবীকে বাসযোগ্য রাখতে কাজ করতে হবে
সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রাখতে ঐক্যবদ্ধভাবে সকলকে দায়িত্বশীল কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
আজ সোমবার শহরের প্রধান সড়কে “প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে”- শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’এর আয়োজনে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের পরিবেশ আজ দিনে দিনে পরিবর্তন হতে শুরু করেছে। যার প্রভাব বাংলাদেশসহ বিভিন্ন দেশে ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ দেখা যাচ্ছে। দেশের জনসংখ্যার আধিক্য এবং মানুষের অপরিণামদর্শী ক্রিয়াকলাপের ফলে ঝুঁকিসঙ্কুল হয়ে উঠছে পরিবেশ ও প্রতিবেশ। এর ফলে বৈশ্বিক উষ্ণতা ও পৃথিবীর জলভাগের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বদলে যাচ্ছে জলবায়ুর গতিপ্রকৃতি।
আজ গাছপালা নির্বিচারে কাটা হচ্ছে। কিন্তু সে তুলনায় তেমন গাছ লাগানো হচ্ছে না। এ ছাড়া কারখানার বিভিন্ন বর্জ্যর কারণে পরিবেশ দূষণ হচ্ছে। এই দূষণ রোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার’র সভাপতিত্বে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা উপস্থিত ছিলো।
প্রতিক্ষণ/এডি/সাই