পৃথিবীতেই রয়েছে নরকের দরজা!

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ৮:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Thegateofhellturkiপ্রাচীনকালে মানুষ ভাবত নরক হলো পৃথিবীর পেটের ভিতর মানে মাঝখানে। গ্রীক কাব্য কথায় বার বার উঠে আসে নরক দেবতা হেইডিসের আবাস পাতালে।  যদি তাই হত তাহলে মানুষ এতদিনে অবশ্যই নরকে পোঁছে যেতো তাই না!

বিচিত্র এই পৃথিবীতে অনেক সুন্দর স্থান যেমন রয়েছে, একইসাথে রয়েছে ভয়ংকরতম কিছু স্থানও। সেগুলো এমনই গা শিউরে ওঠা স্থান যে ভুল করেও যেতে চাইবে না কেউ। আর সেই সব ভয়ংকর রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে নরক বা জাহান্নামের দরজা যেটার নাম শুনলেই গা শিউরে ওঠে। এর অবস্থান তুর্কমেনিস্তানের কারা-কুর মরুভূমির দারভাযা গ্রামের পাশে ।

১৯৭১ সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি কোম্পানি গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কাজ চালায়। তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ। বন্ধ হয়ে যায় গ্যাসক্ষেত্রটি। মারা যায় অনেক লোক। আর সৃষ্টি হয় আগুনে ভরা বিশাল গর্ত। আজও এই বিশাল গর্ত থেকে ক্রমাগত নির্গত হচ্ছে মিথেন গ্যাস আর তার থেকে আগুন। এই আগুনের তাপ এত বেশি যে তার পাশে ২ মিনিটের বেশি দাঁড়ানো কিছুতেই সম্ভব নয় । সেই থেকেই স্থানটির নাম ‘নরকের দরজা’।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G