পৃথিবীর কোন দেশে কতক্ষণ রোজা

প্রকাশঃ জুন ২, ২০১৭ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

পুরো রমজান মাসজুড়ে ইসলাম ধর্মে বিশ্বাসীরা রোজা রাখেন। সুবহে সাদিকের সময়, সূর্যাস্তের ঠিক আগে থেকে রোজা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায় সূর্যাস্তের সময়।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর গোলার্ধে রমজান পড়ছে গ্রীষ্মে। ফলে এ গোলার্ধের দেশগুলোতে রোজাগুলো হচ্ছে লম্বা। উল্টো চিত্র দক্ষিণ গোলার্ধে।

গেল বছর পৃথিবীর বিভিন্ন দেশে রোজার সময়ের ব্যপ্তি ছিল ১১ থেকে ২২ ঘণ্টা। এ বছর তা কমে দাঁড়িয়েছে ১০ থেকে ২১ ঘণ্টা। চলতি বছরের রমজান সবচেয়ে দীর্ঘ হচ্ছে গ্রিনল্যান্ড ও সুইজারল্যান্ডে, সবচেয়ে ছোট হচ্ছে চিলি ও অস্ট্রেলিয়াতে। চিলিতে রোজা হচ্ছে ১০ ঘণ্টা, ২১ ঘণ্টা হচ্ছে গ্রিনল্যান্ডে।

পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় কতক্ষণ রোজা–
• গ্রিনল্যান্ড (নুক) : ২১ ঘণ্টা। রোজা শুরু ২টা ১৬ মিনিটে, শেষ ১১টা ১৪ মিনিটে।

• নরওয়ে (অসলো) : ২০ ঘণ্টা। রোজা শুরু ২টা ২৪ মিনিটে, শেষ ১০টা ১৫ মিনিটে।

• ফিনল্যান্ড (হেলসিনকি) : ২০ ঘণ্টা। রোজা শুরু ২টা ২৬ মিনিটে, শেষ ১০টা ২৪ মিনিটে।

• সুইডেন (স্টকহোল্ম) : সাড়ে ১৯ ঘণ্টা। রোজা শুরু ১টা ৫৭ মিনিটে, শেষ ৯টা ৩৯ মিনিটে।

• রাশিয়া (মস্কো) : ১৯ ঘণ্টা। রোজা শুরু ১টা ৪৯ মিনিটে, শেষ ৮টা ৫৬ মিনিটে।

• ডেনমার্ক (কোপেনহেগেন) : ১৯ ঘণ্টা। রোজা শুরু ২টা ২৯ মিনিটে, শেষ ৯টা ৩৬ মিনিটে।

• জার্মানি (বার্লিন) : ১০ ঘণ্টা। রোজা শুরু ২টা ৪১ মিনিটে, শেষ ৯টা ৩৪ মিনিটে।

• কানাডা (ক্যালগেরি) : সাড়ে ১৮ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৫ মিনিটে, শেষ ৯টা ৩৯ মিনিটে।

• পোল্যান্ড (ওয়ার্সও) : সাড়ে ১৮ ঘণ্টা। রোজা শুরু ২টা ৩ মিনিটে, শেষ ৮টা ৪২ মিনিটে।

• যুক্তরাজ্য (লন্ডন) : সাড়ে ১৮ ঘণ্টা। রোজা শুরু ২টা ২৯ মিনিটে, শেষ ৯টা ৩ মিনিটে।

• কাজাখস্তান (আস্তানা) : সাড়ে ১৮ ঘণ্টা। রোজা শুরু ২টা ৪৩ মিনিটে, শেষ ৯টা ১৫ মিনিটে।

• বেলজিয়াম (ব্রাসেলস) : সাড়ে ১৮ ঘণ্টা। রোজা শুরু ৩টা ১২ মিনিটে, শেষ ৯টা ৪১ মিনিটে।

• সুইজারল্যান্ড (জুরিখ) : ১৮ ঘণ্টা। রোজা শুরু ২টা ৫৮ মিনিটে, শেষ ৯টা ১০ মিনিটে।

• ফ্রান্স (প্যারিস) : ১৮ ঘণ্টা। রোজা শুরু ৩টা ২৩ মিনিট, শেষ ৯টা ৪১ মিনিট।

• রোমানিয়া (বুশারেস্ত) : সাড়ে ১৭ ঘণ্টা। রোজা শুরু ৩টা ১৯ মিনিট, শেষ ৮টা ৫০ মিনিট।

• ইতালি (রোম) : ১৭ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৩৬ মিনিট, শেষ ৮টা ৩৫ মিনিট।

• স্পেন (মাদ্রিদ) : সাড়ে ১৬ ঘণ্টা। রোজা শুরু ৪টা ৫১ মিনিট, শেষ ৯টা ৩৬ মিনিট।

• পর্তুগাল (লিসবন) : সাড়ে ১৬ ঘণ্টা। রোজা শুরু ৪টা ২২ মিনিট, শেষ ৮টা ৫৩ মিনিট।

• গ্রিস (এথেন্স) : সাড়ে ১৬ ঘণ্টা। রোজা শুরু ৪টা ১৫ মিনিট, শেষ ৮টা ৪০ মিনিট।

• চীন (বেইজিং) : সাড়ে ১৬ ঘণ্টা। রোজা শুরু ২টা ৫৫ মিনিট, শেষ ৭টা ৩৩ মিনিট।

• যুক্তরাষ্ট্র (নিউ ইয়র্ক) : সাড়ে ১৬ ঘন্টা। রোজা শুরু ৩টা ৫৪ মিনিট, শেষ ৮টা ১৭ মিনিট।

• উত্তর কোরিয়া (পিয়ংইয়ং) : সাড়ে ১৬ ঘণ্টা। রোজা শুরু ২টা ৫১ মিনিট, শেষ ৭টা ২৪ মিনিট।

• তুরস্ক (আঙ্কারা) : সাড়ে ১৬ ঘণ্টা। রোজা শুরু ৩টা ২৭ মিনিট, শেষ ৮টা ৯ মিনিট।

• জাপান (টোকিও) : ১৬ ঘণ্টা। রোজা শুরু ২টা ৪৪ মিনিট, শেষ ৬টা ৪৯ মিনিট।

• আফগানিস্তান (কাবুল) ১৬ ঘণ্টা। রোজা শুরু ৩টা ২ মিনিট, শেষ ৬টা ৫৮ মিনিট।

• মরক্কো (রাবাত) : ১৬ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৩৮ মিনিট, শেষ ৭টা ৩১ মিনিট।
• পাকিস্তান (ইসলামাবাদ) : ১৬ ঘণ্টা। রোজা শুরু ৩টা ২০ মিনিট, শেষ ৭টা ১১ মিনিট।

• ইরান (তেহরান) : ১৬ ঘণ্টা। রোজা শুরু ৪টা ৬ মিনিট, শেষ ৮টা ১৩ মিনিট।

• ইরাক (বাগদাদ) : ১৬ ঘণ্টা। রোজা শুরু ৩টা ১৬ মিনিট, শেষ ৭টা ৫ মিনিট।

• লেবানন (বৈরুত) : ১৬ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৪৯ মিনিট, শেষ ৭টা ৪২ মিনিট।

• সিরিয়া (আলেপ্পো) : ১৬ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৩১ মিনিট, শেষ ৭টা ৪১ মিনিট।

• মিশর (কায়রো) : সাড়ে ১৫ ঘণ্টা। রোজা শুরু ৩টা ১৩ মিনিট, শেষ ৬টা ৪৯ মিনিট।

• ফিলিস্তিন (জেরুজালেম) : সাড়ে ১৫ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৫৯ মিনিট, শেষ ৭টা ৩৮ মিনিট।

• কুয়েত (কুয়েত সিটি) : সাড়ে ১৫ ঘণ্টা। রোজা শুরু ৩টা ১৭ মিনিট, শেষ ৬টা ৪২ মিনিট।

• ভারত (নয়া দিল্লি) : ১৫ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৫৪ মিনিট, শেষ ৭টা ১২ মিনিট।

• হংকং (কওলুন) : ১৫ ঘণ্টা। রোজা শুরু ৪টা ১৬ মিনিট, শেষ ৭টা ১ মিনিট।

• বাংলাদেশ (ঢাকা) : ১৫ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৪৭ মিনিট, শেষ ৬টা ৪০ মিনিট।

• ওমান (মাস্কাট) : ১৫ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৫২ মিনিট, ৬টা ৪৭ মিনিট।

• সৌদি আরব (রিয়াদ) : ১৫ ঘণ্টা। রোজা শুরু ৩টা ৩৬ মিনিট, ৬টা ৩৬ মিনিট।

• কাতার (দোহা) : ১৫ ঘণ্টা। রোজা শুরু ৩টা ১৫ মিনিট, শেষ ৬টা ১৮ মিনিট।

• সংযুক্ত আরব আমিরাত (দুবাই) : ১৫ ঘণ্টা। রোজা শুরু ৪টা ২ মিনিট, ৭টা ৪ মিনিট।

• সুদান (খারতুম) : সাড়ে ১৪ ঘণ্টা। রোজা শুরু ৪টা ৫২ মিনিট, শেষ ৭টা ১৬ মিনিট।

• ইয়েমেন (এদেন) : ১৪ ঘণ্টা। রোজা শুরু ৪টা ১৩ মিনিট, শেষ ৬টা ২২ মিনিট।

• শ্রীলঙ্কা (কলম্বো) : ১৪ ঘণ্টা। রোজা শুরু ৪টা ৩৮ মিনিট, শেষ ৬টা ২৩ মিনিট।

• থাইল্যান্ড (ব্যাংকক) : ১৪ ঘণ্টা। রোজা শুরু ৪টা ৩২ মিনিট, শেষ ৬টা ৪২ মিনিট।

• মালয়েশিয়া (কুয়ালালামপুর) : সাড়ে ১৩ ঘণ্টা। রোজা শুরু ৫টা ৩৯ মিনিট, শেষ ৭টা ১৯ মিনিট।

• ব্রাজিল (সাউ পাউলো) : ১৩ ঘণ্টা। রোজা শুরু ৪টা ১৯ মিনিট, শেষ ৫টা ১১ মিনিট।

• ইন্দোনেশিয়া (জাকার্তা) : ১৩ ঘন্টা। রোজা শুরু ৪টা ৩৪ মিনিট, শেষ ৫টা ৪৪ মিনিট।

• কেনিয়া (নাইরোবি) : ১৩ ঘণ্টা। রোজা শুরু ৫টা ১৫ মিনিট, শেষ ৬টা ৩২ মিনিট।

• জিম্বাবুয়ে (হারারে) : সাড়ে ১২ ঘণ্টা। রোজা শুরু ৫টা ২ মিনিট, শেষ ৫টা ২৮ মিনিট।

• দক্ষিণ আফ্রিকা (প্রিটোরিয়া) : ১২ ঘণ্টা। রোজা শুরু ৫টা ২৩ মিনিট, শেষ ৫টা ২৬ মিনিট।

• নিউজিল্যান্ড (অকল্যান্ড) : সাড়ে ১১ ঘণ্টা। রোজা শুরু ৫টা ৫২ মিনিট, শেষ ৫টা ১৪ মিনিট।

• আর্জেন্টিনা (মেন্ডোজা) : সাড়ে ১১ ঘণ্টা। রোজা শুরু ৭টা ১ মিনিট, শেষ ৬টা ২৮ মিনিট।

• অস্ট্রেলিয়া (ক্যানবেরা) : সাড়ে ১১ ঘণ্টা। রোজা শুরু ৫টা ৩১ মিনিট, শেষ ৫টা ২ মিনিট।

• চিলি (পুন্তা এরিনাস) : ১০ ঘণ্টা। রোজা শুরু ৬টা ৩৪ মিনিট, শেষ ৪টা ৪১ মিনিট।

*রমজানের দিন যত যেতে থাকবে কিছু দেশে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকবে এবং কিছু দেশে কমতে থাকবে।

সূত্র: আল জাজিরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G