পৃথিবীর তৃতীয় ধনী অ্যামাজনের কর্ণধার
প্রতিক্ষণ ডেস্কঃ
আমরা সচরাচর বিল গেটসের নাম প্রায়ই সময়ই শুনে থাকি। সকলের কাছেই তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই পরিচিত। কিন্তু এরই মাঝে আমাদের খুব কম মানুষের জানা আছে পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় ধনী ব্যক্তি আসলে কে? বা অনেকেই আছেন যাদের কখনোই সেই ব্যক্তিদের নাম জানার সুযোগ হয়না।
তেমনি একজন পৃথিবীর নামকরা ধনীদের পেছনের সারীতে ফেলে দিয়ে তৃতীয় স্থান দখল করে নিল অ্যামাজনের ১৮ শতাংশ শেয়ারের মালিক জেফ বেজস।
ফর্বসের প্রতিবেদন বলছে, বর্তমানে বেজসের সম্পত্তির পরিমাণ ৬৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন প্রচুর আয় এবং শেয়ারের দাম বাড়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেফ বেজস বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। বৃহস্পতিবার অ্যামাজনের ১৮ ভাগ শেয়ারের মূল্য ২ ভাগ বৃদ্ধি পায়।এতেই তৃতীয় স্থানে চলে আসেন জেফ।
বর্তমানে বিশ্বের এক নম্বর শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ৭৮ বিলিয়ন ডলার এবং জারার প্রতিষ্ঠাতা অ্যামানিকো ওরতেগা ৭৩ দশমিক ১ বিলিয়ন ডলার সম্পদের মালিক। ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে তৃতীয় স্থানে আসলেন অ্যামাজনের ১৮ শতাংশ শেয়ারের মালিক।
বিবিসি জানিয়েছে, অ্যামাজনের আয় বৃদ্ধি বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথমার্ধেই ৩১ ভাগ বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি। তারা এ সময়ে ৮৫৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের চেয়ে ৯২ মিলিয়ন ডলার বেশি।
প্রতিক্ষণ/এডি/আরএম