পৃথিবীর মতো গ্রহের সন্ধান!

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৬ সময়ঃ ১১:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

57be1c211600002900bfe3df

আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পাওযা গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সেখানকার যে তাপমাত্রা তাতে গ্রহটিতে তরল পানিও থাকতে পারে বলে অনুমান করছে গবেষকদের একটি দল।

গত বুধবার ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ইএসও) নামের জ্যোতির্বিদ্যাবিষয়ক গবেষণা সংগঠন এক বিবৃতিতে ঐ তথ্য জানিয়েছে।

বিজ্ঞানীরা নতুন ঐ গ্রহটির নাম দিয়েছেন প্রক্সিমা বি। এটি প্রক্সিমা সেনচাউরি নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এই গ্রহটিকে পৃথিবীর সবচেয়ে কাছের পৃথিবী-সদৃশ গ্রহ বলে মনে করা হচ্ছে।

ইএসও বলছে, নতুন গ্রহটি পর্বতময়।তেবে সেখানে তরল পানি থাকার অর্থ হলো গ্রহটিতে প্রাণের অস্তিত্বও থাকতে পারে। তবে সেটা এখনই নিম্চিত হওয়া যাচ্ছে না। এটি আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত।

57bdddbc1700000011c75326

ঐ গবেষক দলের প্রধান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গুইলিম অ্যাংলাদা এসকিউড বলেন, ২০১৩ সালে আমরা প্রথম এ গ্রহটির সন্ধান পাই। এরপর আমরা প্রতিনিয়ত গবেষণা করে গেছি। পরে আমরা গ্রহটির বিষয়ে নিশ্চিত হয়েছি।

ইএসও জানিয়েছে, প্রক্সিমা বি নামের নতুন গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে ১ দশমিক ৩ গুণ বেশি বড়। এটি এর নক্ষত্রকে ১১ দিনে একবার প্রদক্ষিণ করে। এটি এর নক্ষত্রের খুব কাছে অবস্থিত। যা সূর্য থেকে পৃথিবীর দূরত্বের এক পঞ্চমাংশ কম।

এর আগেও সৌরজগতের বাইরে পৃথিবী-সদৃশ বেশ কিছু গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। কিন্তু সেগুলো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। নতুন এ গ্রহটি সেগুলোর তুলনায় অনেক কাছে হওযায় এটি নিয়ে বিজ্ঞানীদের মাঝে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। হাফিংটন পোস্ট।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G