পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ লেক ড্রাগন ব্রেথ কেভ

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৬ সময়ঃ ৯:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Dragoan 01..আফ্রিকার কালাহারি মরুভূমির নামিবিয়াতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ লেক ‘ ড্রাগন ব্রেথ কেভ ’ । মূলত, লেকের উপর দিয়ে বয়ে যাওয়া আর্দ্র বাতাসের কারণেই পৃথিবীর অন্যতম বিশুদ্ধ এই জলাধারের নামকরণ করা হয়েছে ‘ ড্রাগন ব্রেথ কেভ ’ ।
ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০০ সিটার নিচে অবস্থিত এই লেকটির আয়তন প্রায় দুই হেক্টর। এর ভেতরে তিনটি জাম্বো বিমান অনায়াসেই স্থান করে নিতে পারবে।Dragoan breath cave 01 এই লেকের পানিকে জীবাশ্ম পানি বা ফসিল ওয়াটার বলা হয়। কারণ লক্ষ বছর ধরে জমা পানি এখানে আজও অবিকৃত রয়ে গেছে।

এই জলাধার মাত্র কয়েক বছর আগেই সভ্য মানুষের অক্ষিগোচর হলেও, এর গভীরতা আজও অজানা। ডুবুরিরা এর মাত্র ১০০ মিটার গভীর পর্যন্ত গেলেও এর তলদেশের কোনো হদিস পায়নি তারা।

অনেকই মনে করেন গুহাটি কালাহরি মরুভুমির নিচে হাজার মাইল ধরে বিস্তৃত। অনেকই মনে করেন গুহাটি কালাহরি মরুভুমির নিচে হাজার মাইল ধরে বিস্তৃত। অন্ধকারাচ্ছন্ন নীরব এই লেকে প্রাণের অস্তিত্ব হিসেবে দেখা মিলবে সোনালী মাগুর মাছ।

মজার ব্যাপার হলো এই মাছ সম্পূর্ণ অন্ধ ও গুহার উপর থেকে পড়া ধ্বংসাবশেষ খেয়ে তারা বেঁচে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলে সত্যি, এতো বিশাল বিশুদ্ধ পানির সংগ্রহ থাকা সত্ত্বেও আফ্রিকার অধিকাংশ মানুষ আজও বিশুদ্ধ পানি পান করতে পারে না।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G